আশ্বাস ও প্রতিশ্রুতি সম্বন্ধে আমি যা জানি
তমাল সাহা
আমি নবরত্ন সভাসদ নই,
নই পণ্ডিতপ্রবর কোন সুবোধ।
চিরকালই আমি বাংলায় সম্পূর্ণ নির্বোধ।
১লক্ষ ২৫ হাজার চাকরির আশ্বাস—
মানে দিয়েছি শুধু আশ্বাস
হবে কিনা জানিনা, না আঁচালে নেই বিশ্বাস।
নিয়োগ হবেই কোন নিশ্চয়তা নেই
তাহলে হাতে পড়ে রইল শুধু দীর্ঘশ্বাস।
যদি বলো নিয়োগের প্রতিশ্রুতি
তাতেও নিয়োগের নিশ্চয়তা নেই কোনো।
এটা আগেভাগেই বুঝে রেখো যেন।
প্রতিশ্রুতির সঙ্গে যুক্ত রয়েছে শ্রুতি—
এটা শুধু শোনার কথা।
শুনতে কোন অসুবিধা নেই
বলে যাও তোমার ইচ্ছে মত যা তা!
ধ্বনির ধ্বনিকে বলে প্রতিধ্বনি
শ্রুতির শ্রুতিকে বলে প্রতিশ্রুতি।
নোকরিতে কোন নিয়োগ হবে কিনা
অঙ্ক কষো এবার
চলে যাও গণিতের অধ্যায় লাভ ক্ষতি।
আমিই রাষ্ট্র আমিই সরকার আমিই শাসক
স্পষ্ট জানিয়ে দিয়েছি এটা আশ্বাস প্রতিশ্রুতি।
এটা যদি এখনো না বোঝো
বুঝে গেছি শিক্ষাদীক্ষায় তুমি অধোগতি।