অবতক খবর,১৭ মার্চ,মালদা: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ব্লক এবং জেলা তৃণমূল সভানেত্রীর কাজিয়ায় সরগরম মালদা। এবারে পুরাতন মালদা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর বহিষ্কারের দাবি তুলে বিক্ষোভে শামিল জেলা মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার দুপুরে এই মর্মে জেলা এবং পুরাতন মালদা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিক্ষোভ প্রদর্শন করেন পুরাতন মালদার নারায়ণপুর এলাকায়। জেলা এবং ব্লক থেকে শতাধিক মহিলারা উপস্থিত হয়েছিলেন এদিন।
পুরাতন মালদা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী রোজিনা বিবির বহিষ্কারের দাবি তুলেন তারা। জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভানেত্রী মিতালী মিত্র জানান, কয়েক মাস ধরেই দলীয় কোন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা বলা হলে বিষয়টি এড়িয়ে যেতেন পুরাতন মালদা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী রোজিনা বিবি। বিষয়টি জেলা নেতৃত্বকে জানানো হয়েছিল আগেই। বিরোধীদের সাথে চক্রান্ত করে দলকে কালিমালিপ্ত করতে পারেন সেই ইঙ্গিতের কথাও দলকে জানানো হয়েছিল। এর জন্য অনেকদিন আগেই দল থেকে ব্লক সভানেত্রীর বহিষ্কারের দাবি তুলেছিলেন তারা। এরই মধ্যে বিরোধীদের চক্রান্তে সামিল হয়ে ব্লক সভানেত্রী রোজিনা বিবি জেলা সভানেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক এবং ভিত্তিহীন অভিযোগ দাবি করে বসলেন। এর প্রতিবাদে আজ তারা শতাধিক মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা একত্রিত হয়েছেন। অবিলম্বে দল থেকে ব্লক সভানেত্রী রোজিনা বিবিকে বহিষ্কার করা হোক এই দাবি তুলেন তারা। যদিও এই বিষয়ে পুরাতন মালদা ব্লক সভানেত্রী রোজিনা বিবির সাথে যোগাযোগ করা হলে তিনি এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাননি। তবে তিনি মৌখিক ভাবে জানান তার বক্তব্য জেলা এবং রাজ্য নেতৃত্ব কে জানানো হয়েছে।