অবতক খবর :: নদীয়া :: জেলার অনেক জায়গায় বাড়ির মহিলারা রাখি তৌরি করে উপার্জন করতেন l আর কয়েক দিন পর রাখি উৎসব। বর্তমানে করোনা ভাইরাস ও লক ডাউনের জেরে ট্রেন চলাচল বন্ধ তারপর সেই ভাবে নানা জায়গায় অনুষ্ঠান মোটামুটি বন্ধ আর তাতেই সমস্যায় পড়েছে রাখি কারবারিরা।
লক ডাউনের জন্য ও করোনা, আমফান ঝড়ে সেই ভাবে রাখি তৌরি ও কাঁচামাল যা ছিল তা দিয়ে করলেও রাখি বিক্রি ও বাজার এই বার সেভাবে জমবে না ফলে তারা সমস্যায় পড়েছেন l কলকাতা বাজার একবারে মন্দা তারপর চাহিদা নেই তার ফলে তারা এই বার লাভ তো দূরে থাক তৌরি রাখি বিক্রি হবে কিনা সন্দেহ l এই বছর নানা কারণে তাই রাখি তৌরি করা যায়নি l
রানাঘাট ১১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পবিত্র ব্রহ্ম বলেন এই বছর করোনা আমফান এর জন্য বড় ক্ষতি হয়েছে রাখি শিল্পের l সে ভাবে কোনো অনুষ্ঠান না হওয়াতে তাদের রোজগার ভাটা পড়েছে l