অবতক খবর , আসানসোল :     আসানসোল পৌরনিগমের ৭৪ নং ওয়ার্ডের মিঠানী গ্রামে চালু হল বিঞ্জানের রান্নাঘর। এই রান্নাঘর থেকে মাত্র ২০ টাকায় মিলবে খাবার। এদিন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মদিনে শুরু হল বিঞ্জানের রান্নাঘর।

পশ্চিমবঙ্গ বিঞ্জানমঞ্চের পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে এই মিঠানী গ্রামে চালু করা হয়েছে। মাত্র ২০ টাকায় মিলবে ভাত, ডাল, সবজি এবং ডিম। কুপনের মাধ্যমে এদিন মানুষদের রান্না করা খাবার তুলে দেওয়া হয়েছে। এই রান্নাঘর চালু হওয়ার জন্য বহু মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছেন।আগামী দিনেও প্রত্যেক শনি ও রবিবার বিঞ্জানের রান্নাঘরের মাধ্যমে মানুষদের খাবার তুলে দেওয়া হয়েছে।