অবতক খবর , সংবাদদাতা আসানসোল :-  করোনায় আক্রান্ত হলেন আসানসোলের মেয়র।এদিন তার করোনা পজিটিভ রির্পোট আসে। চিকিৎসকের পরামর্শে মেয়র হোম আইশোলেশনে রয়েছেন। জানা গিয়েছে, করোনা আবহে প্রথম দিন থেকেই ,মানুষের পাশে দাড়িয়ে তাদের সাহায্য করেছেন মেয়র। খাদ্য সামগ্রী থেকে শুরু করে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছেন। ইতিমধ্যেই বহু মানুষকে করোনা আবহে মেয়র সাহায্য করেছেন। দিন কয়েক আগে থেকেই মেয়র অসুস্থ ছিলেন। এরপর করোনা পরীক্ষা করার পর এদিন তার রির্পোটে পজিটিভ পাওয়া গেছে।আপাতত চিকিৎসকের পরামর্শে মেয়র হোম আইশোলেশনে রয়েছেন। এমনকি মেয়রের সংস্পর্শে যারা এসেছেন তাদের কে চিহ্নিত করা হয়েছে। মেয়র এর পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের প্রাক্তন পর্যবেক্ষক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের স্পোর্টস সেলের নেতা এবং তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা করোনায় আক্রান্ত হয়েছেন।