অবতক খবর , বিজু , হাওড়া :- আসানসোল মহিলা উদ্যোগ ওয়েলফেয়ার সোসাইটির তরফে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হল।এদিন আসানসোলের আপাকার গার্ডেন কমিউনিটি হলে এই শিবির করা হয়েছে।

এই শিবিরে আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ সোমাত্মা নন্দজী মহারাজ, মন্ত্রী মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা ঘটক সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।সরকারি স্বাস্থ্য বিধি মেনেই এই রক্তদান করা হয়েছে।

এই শিবিরে ৬০ জন রক্তদাতা রক্তদান করেছেন।উদ্যোগক্তাদের জানানো হয়েছে করোনা আবহে যাতে রক্ত সংকট দেখা তাঁরজন্য এই শিবির করা হয়েছে।