অবতক খবর: মঙ্গলবার সেবকে সেনা ছাউনিতে হেলিকপ্টারের জরুরি অবতরণ করতে গিয়ে চোট পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হল এসএসকেএম হাসপাতালে৷ সূত্রের খবর, পায়ে এবং কোমরে চোট লাগে মুখ্যমন্ত্রীর৷ সেবকের সেনা ছাউনিতেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। এর পর বাগডোগরা থেকে বিমানে কলকাতায় পৌঁছনোর পর সরাসরি মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যদিও হুইলচেয়ারে তৈরি রাখা হলেও কিছুটা খুড়িয়ে খুড়িয়ে হেঁটেই হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এসএসকেএম হাসপাতালে পৌঁছনোর পর মুখ্যমন্ত্রী ইঙ্গিতে বোঝান, তাঁর বাঁ পায়ে আঘাত লেগেছে৷ হাসপাতাল সূত্রে খবর, কোমরেও চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী৷ আগে থেকেই হাসপাতালে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কলকাতার নগরপাল সহ পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা৷ ছিলেন এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ও৷ উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে রাখা হয়েছে মুখ্যমন্ত্রীকে৷ যদিও তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হবে নাকি আজই ছেড়ে দেওয়া হবে, তা এখনও জানা সম্ভব হয়নি৷ অর্থোপেডিক, ফিজিক্যাল মেডিসিন, নিউরো মেডিসিন সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর চোট পরীক্ষা করে দেখছেন৷
এর আগে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েও এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফের একবার ভোট প্রচারে বেরিয়েই বিপত্তির মুখে পড়লেন মুখ্যমন্ত্রী৷
এদিনই জলপাইগুড়িতে সভার পর হেলিকপ্টারে বাগডোগরা আসছিলেন তিনি৷ কিন্তু খারাপ আবহাওয়ার কারণে মাঝ আকাশে আচমকা্ই দুর্যোগের মধ্যে পড়ে যায় মুখ্যমন্ত্রীর চপার৷ ঝুঁকি না নিয়ে সেবকের সেনা ছাউনিতে হেলিকপ্টার জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন দুই পাইলট৷ জরুরি অবতরণের সময়ই প্রবল ঝাঁকুনিতে আঘাত লাগে মুখ্যমন্ত্রীর৷