অবতক খবর,২৬ ফেব্রুয়ারি: রাশিয়া-ইউক্রেনের পরিস্থিতি সকলেই জানেন। ইউক্রেনের এই পরিস্থিতিতে বহু ভারতীয় সেখানে আটকে। আর সবথেকে উল্লেখযোগ্য,ইউক্রেনে এখনো আটকে হালিশহরের দুই পড়ুয়া।

আর এই খবর পাওয়া মাত্রই ওই দুই পড়ুয়ার বাড়িতে ছুটে গেছেন নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক এবং বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী।

 

হালিশহর জেঠীয়ার নিবাসী পূজা ঘোষ(১৯) এবং হালিশহর নবনগর নিবাসী চয়ন কুমার।

 

বিধায়ক পার্থ ভৌমিক এবং সুবোধ অধিকারী সহ অন্যান্য নেতৃত্বরা এই দুই পরিবারের সাথে তাদের বাড়ি গিয়ে কথা বলেন এবং ওই দুই পড়ুয়ার সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করেন। সেই সঙ্গে দুই পড়ুয়ার পরিবারকে রাজ্য সরকারের হেল্প লাইন নম্বরও দিয়ে আসেন। শুধু তাই নয়,যে কোন মুহূর্তে,যে কোন পরিস্থিতিতে তারা সবসময় তাদের পাশে আছেন বলে জানান।

 

হালিশহরের ওই দুই পড়ুয়ার বিবরণ-

 

Chayan Kumar

Address in Ukraine: Kharkivske Highway, 210, Kyiv, Ukraine

Adress in India: 288/A, Col KPG Rd, Nabanagar, Halisahar, PIN- 743136PS- Bijpur , North 24 Pgs

 

Name Of student – PUJA GHOSH.Age–19+

Father’s name -ANUP KUMAR GHOSH

Fathers mobile no-9432217497

Local Address-Jetia, Goyalapara, post office -Jetia, District -North 24 Parganas,, PS -Bizpur,,Pin-743135.

 

Living Ukraine address-ZAPORIZHZHIA,,MAIAKOVSKYI AVENUE–26,, UKRAINE–69035,

NAME OF UNIVERSITY– ZAPORIZHIA STATE,MEDICAL UNIVERSITY (ZSMU),,MBBS COUNCIL.