অবতক খবর,৪ মার্চ: হালিশহর বাগমোড় বাজার বাসিন্দা সুশান্ত ঘোষের ছেলে সায়ন ঘোষ (২১), গত ২১সে নম্ভেম্বর ২০২১ ডাক্তারি পড়তে ইউক্রেনে যায় ।সেখানে ইউক্রেনের লাবিব শহরে সে ছিল । তাদের লাবিব শহর ছাড়তে বলা হয় পরশু দিন, যে এজেন্সির মাধ্যমে ইউক্রেন গিয়েছিল তারা বাসে করে পোল্যান্ড বর্ডারের দিকে নিয়ে যাওয়া হয় কিন্তু ট্র্যাফিকে আটকে যাওয়ায় 15 কিলোমিটার পায়ে হেঁটেই পোল্যান্ড বর্ডারের দিকে আসে সায়ন ।
আপাতত সেখানেই আছে সায়ন । ভারতের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন সায়ন যেভাবেই হোক তাকে ভারত যেন ফিরিয়ে নেওয়া হয় কারণ সেখানকার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে । ছেলের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারছেন না তারা, আজকে সকালবেলা কোনক্রমে কিছুক্ষণের জন্য যোগাযোগ হয় এবং সেখান থেকেই তারা জানে তাদের ছেলে এই মুহূর্তে হাঙ্গেরিতে রয়েছে । গতকাল সে ইউক্রেন বর্ডারের প্রায় 18 ঘণ্টা আটকে থাকে বাবা-মা যথেষ্ট দুশ্চিন্তা মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন তাদের বক্তব্য ঘরের ছেলে ঘরে ফিরে আসুক ।