অবতক খবর , অভিষেক দাস, মালদা:- এবার ইকোপার্কের সঙ্গে নাম জড়ালো মালদহের। আদিনা মৃগদাব আর ঐতিহাসিক স্মৃতিসৌধ আদিনা মসজিদকে কেন্দ্র করে প্রায় সাত কোটি টাকা খরচ করে ইকোপার্ক তৈরির কাজ প্রায় শেষ। পুজোর মুখেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে মালদহের এই নয়া ইকোপার্ক।

তার তোড়জোড় শুরু হয়েছে জেলা প্রশাসনিক মহলে। রাজ‍্য সরকারের অর্থানূকূল‍্যে গাজোল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৪৮ বিঘা জমিজুড়ে আদিনা ইকোপার্ক গড়ে তোলা হয়েছে। ইকোপার্কে পর্যটকরা বোটিং করতে পারবেন। বিভিন্ন রকমের ফল-ফুলের বাগানে সেজে উঠেছে গোটা এলাকা। সবুজের সমারোহ। বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে।

আদিনা ফরেস্ট ও মসজিদ সংলগ্ন এলাকায় যেসব সরকারি জলাশয় রয়েছে সেগুলিকে সুন্দর করে সাজানো হয়েছে। সেখানে পর্যটকরা বোটিং করতে পারবেন। আদিনা মৃগদাব ক্রমশ পরিণত হয়েছে ,জেলার অন্যতম পর্যটন কেন্দ্রে। এবার জুড়ল ইকোপার্ক। তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য পাঁচ কক্ষের গেস্ট হাউস।

পুজোর আগেই তা পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। লকডাউনের জন্য কাজ কিছুটা থমকে ছিল। এখন জোরকদমে চলছে পার্কের শেষ মুহূর্তের কাজ। বছর দু’য়েক আগে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং একশো দিনের কাজ প্রকল্পের মাধ্যমে পরিবেশবান্ধব ইকো পার্ক তৈরির কাজ শুরু হয়েছিল।