অবতক খবর,১৯ অক্টোবরঃ ইছাপুর আনন্দমঠ হরিসভা অঞ্চলে নোয়াপাড়া পৌরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি ফ্ল্যাটে হঠাৎই আগুন লেগে বদ্ধ ঘরে মারা যান বছর 72’র রঞ্জিত ধরচৌধুরী, তিনি হাঁটতে পারেন না প্রায় বারো বছর ধরে , ফুড কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন।
দুই ভাই থাকতেন একসঙ্গে এক ভাই বরুণ ধরচৌধুরী বাইরে থেকে তালা দিয়ে কিছু সময়ের জন্য বাইরে যায়, পরিচারিকাও তার নিজের বাড়ি চলে যান , এমনও তো অবস্থায় পাশের ফ্ল্যাটের বাসিন্দারা ফ্ল্যাট থেকে ধোয়া বেরোতে দেখেন, যেহেতু বাইরে থেকে তালা দেওয়া ছিল ইট দিয়ে সেই তালা ভাঙ্গার চেষ্টা করে আবাসনের প্রতিবেশীরা, পরবর্তীকালে খবর দেয়া হয় নোয়াপাড়া থানা এবং দমকল কর্মীদের তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিসের থেকে এই আগুন লাগল তা প্রশ্নের মুখে।
রঞ্জিত ধর চৌধুরীর মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে ব্যারাকপুর বিএন বোস মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য। যদিও তার আত্মীয়ের দাবি ধূমপান করতেন রঞ্জিত ধর চৌধুরী, পাশাপাশি ঘরে মটিনও জ্বালানো ছিল এমনটাই দাবি তার আত্মীয়। তবে কি থেকে এই আগুন লাগে তা নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে পরিবার। নোয়াপাড়া থানার পুলিশ শুরু করেছে তদন্ত।