অবতক খবর,৯ জানুয়ারি: ইসলামপুর পৌরসভা নির্বাচনে বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস হয় যেসব কর্মী নেতারা প্রার্থী হতে চাচ্ছেন সেসব ইচ্ছুক প্রার্থীর দাবিদারদের কাছ থেকে আবেদন নেওয়ার কাজ শুরু করলেন ইসলামপুর বিধায়ক আব্দুল করিম চৌধুরী।

আব্দুল করিম চৌধুরী সাংবাদিকদেরকে জানান, যেহেতু তিনি ইসলামপুরের বিধায়ক ও ইসলামপুর বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদে রয়েছেন, সে কারণেই প্রার্থী যাতে ভালো হয় এর জন্য প্রার্থী হবার ইচ্ছুক তৃণমূল নেতাদের আবেদন নেওয়ার কাজ তিনি শুরু করেছে আগামী রবিবার পর্যন্ত তিনি ওই সব আবেদন নিবেন এবং তার মধ্যে যাচাইও বিবেচনা করে একটি তালিকা করে তিনি কলকাতাতে পাঠাবেন বলে জানান।

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেছেন তিনি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক কানাইলাল আগরওয়াল এবং ইসলামপুরের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সরকারকে চিঠি করে জানিয়েছেন এবং জেলা সভাপতি ও তেমন সভাপতির সঙ্গে বসে প্রার্থীদের তালিকা তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি বলেন আগামী পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ভালো হয় তার জন্য তিনি এ উদ্যোগ নিয়েছেন।