অবতক খবর,৭ জুলাই: এই লকডাউন পরিস্থিতিতে অনেকেই কাজ হারিয়েছেন। তাদের কথা মাথায় রেখে ‘স্বপ্নপূরণ’ বীজপুর অঞ্চলের দুটি ইট ভাটা (সিং ও সাও ইট ভাটায়) পরিদর্শন করত গিয়ে দেখতে পায় সেখানে ৪০টি পরিযায়ী শ্রমিকের পরিবার খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। তাই ‘স্বপ্নপূরণ’ গত ৫ জুলাই করোনা সংক্রান্ত যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে সেই সকল পরিবার গুলির হাতে এক সপ্তাহের কিছু খাদ্য সামগ্রী, যেমন-চাল, ডাল, তেল, নুন, সয়াবিন এবং বর্তমান পরিস্থিতিতে অত্যাবশ্যকীয় দুটি উপাদান সাবান ও মাস্ক তুলে দেয় তাদের হাতে।
গত ১০ই জুন হালিশহরে প্রতিষ্ঠিত হয় এই স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নপূরণ”।
এই স্বেচ্ছাসেবী সংগঠনে রয়েছেন প্রীতম দাস, সৌরভ সোম, ধিরাজ দাস, প্রত্যয় দাস, স্নেহা ঘোষ, রুদ্রদুতি দত্ত, সন্দীপ দে, সৌরভ হালদার প্রমুখ। তারা জানান যে,তারা মানুষের জন্য তথা সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করতেই এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন।