অবতক খবর,৭ আগস্টঃ ইডি’কে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি ও ইডি-কে একযোগে আক্রমণ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। ট্যুইটারে তাঁর বক্তব্য, ইডিতে অনেক অদক্ষ ও অযোগ্য অফিসার রয়েছেন। রাজনৈতিক প্রভুদের সন্তুষ্ট করতে মিডিয়ায় মিথ্যে গল্প ছড়ানোতে তাঁদের জুড়ি নেই। করদাতাদের টাকা খরচ করে দীর্ঘদিন তদন্ত করেও তথ্যপ্রমাণ পেশ করতে ধারাবাহিকভাবে ব্যর্থ। দেশের সেবা করতে তাঁরা ব্যর্থ। রাজ্যের বিজেপি নেতৃত্ব এবং ইডি আমার বিরুদ্ধে লাগাতার মিথ্যা প্রচার চালায়। এই সব হতাশাগ্রস্তদের জন্য করুণা ছাড়া আর কী হতে পারে! এতে বিস্মিত হওয়ার কিছু নেই। কারণ, ইডির সাফল্যের হার ০.৫ শতাংশ।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইটে লেখেন, ‘এনফোর্সনেন্ট ডিরেক্টরেট (ইডি)-এ অযোগ্য কর্মীদের উপস্থিতি হতাশাজনক। কাউকে কাউকে তুষ্ট করতে সংবাদমাধ্যমে মনগড়া গল্প ছড়ানোর অতুলনীয় প্রতিভা রয়েছে তাঁদের। কিন্তু এটা খুবই হতাশার কথা যে, তদন্তের নামে বছরের পর বছর ধরে করদাতাদের অর্থ নষ্ট করে থাকে এরা। তারপরও আদালতে উপযুক্ত প্রমাণ জমা করতে পারেন না। দেশের সেবা করার যে কর্তব্য তাঁদের দেওয়া হয়েছে, তার প্রতিও তাঁরা অবহেলা করেন।’