শীতের বাতাস বইছে। সময় এখন কেমনভাবে ছুটছে, মুখে বলছি না বলছি অক্ষরে ও ভাষায়। শুনুন।
ইতিহাস
গোয়েবলস্ ও হিটলার
সমকামী ছিলেন।
বহুদিন পর তাদের সন্তান
রূপসী বাংলায় দেখা দিলেন।
তিনি এসেই বললেন
একদম চুপ
তারপর দেখাতে লাগলেন
একের পর এক রূপ।
তার ভয়ঙ্কর রূপ এতো বর্ণময়
ভয় শব্দটিও জড়োসড়ো
পেয়ে গেছে ভয়!
পার্থক্য
একজনই দ্রৌপদী
ছিল সেদিন।
কে না জানে
সেই পর্ব– বস্ত্রহরণ।
রাজসভায় চুপ ছিল
ভীষ্ম, দ্রোণের মতো
পরম বিদ্বজ্জন।
এখন আগেই
শাসানি চুপ!
অনেক দ্রৌপদী
দুঃশাসন বহুরূপ।
বস্ত্রহরণ জলভাত—
ধর্ষণ সহ হত্যা।
মহাভারতের চেয়ে
বেশি বীরবত্তা।
বাইক
ছেলে বলেছিল,
বাইক কিনে দেবে বাবা?
আমি বলেছিলাম,
সুজুকি না ইয়ামাহা?
ছেলে বলেছিল,
সবচেয়ে ভালো হিরো বা হন্ডা।
তোমাকে নিয়েও চড়া যাবে
বাহিনীতেও যাওয়া যাবে,
মনে হবে বেশ ষন্ডা- গুন্ডা।
দর্শক
অরণ্যে বাঘ থাকে
জনারণ্যে শাসক ও ধর্ষক।
তুমি আমি চুপ,
সেরা মানুষ-শ্রেষ্ঠ জীব
সার্কাস দেখা দর্শক।