অবতক খবর,৪ অক্টোবর: ইতি তোমার মা, থিমে এবার। দুর্গা পুজোই দর্শকদের নজর কাড়তে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে দুর্গাপুর সি -জন বুদ্ধ বিহার সর্বজনীন দূর্গা উৎসব সম্মিলনী। মাতৃরূপে দুর্গা প্রতিমা সহ মাতৃগর্ভে থাকা শিশুর জীবনচক্র ও প্রকৃত মায়ের জীবনী মাটির মডেল দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে মন্ডপ সজ্জা।

প্রায় থিমে ১০০ টি মাটির মডেল ব্যবহার করে মায়ের গর্ভে থাকা সন্তানের জীবন থেকে মায়ের জীবনের ইতিকতার বাস্তব চিত্র তুলে ধরেছেন পূজো উদ্যোক্তারা। বর্তমান যুগে মায়েদের শেষ বেলায় কেনই বা কাটবে বৃদ্ধাশ্রমে? নব প্রজন্মের কাছে সেই প্রশ্ন রেখে মন্ডপ শয্যায় গড়ে তোলা হচ্ছে বৃদ্ধাশ্রম। উদ্যোক্তাদের দাবি নবপ্রজন্ম যাতে মাকে অবহেলা না করে তার জন্যই পূজোর থিমে মায়ের জীবন চক্র তুলে ধরা হচ্ছে।

পুজো এবার ৩৪ তম বর্ষে পা দেবেন। প্রতিবারই তাদের থিম দর্শনার্থীদের নজর কেড়েছে। দুর্গাপুরের বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম এই পুজো। আধুনিক আলোক শয্যায় সজ্জিত হবে এই মন্ডপ।