অবতক খবর,২৬ মার্চ,মলয় দে,নদীয়া:- ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এবং খাদ্য দপ্তরে যৌথ উদ্যোগে নেওয়া এক অভিযানে নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়া ডহরি কলেজ পাড়ায় উদ্ধার 148 বস্তা অস্বাস্থ্যকর খাদ্যে ব্যবহৃত ধনিয়া। সূত্রের খবর অনুযায়ী জানা যায় কলেজ পাড়ায় একটি গোডাউন এবং কারখানায় অবৈধ ধনিয়া কালোজিরা এবং অন্যান্য রান্নায় ব্যবহৃত মসলা নষ্ট হয়ে গেলে তা পুনরায় হিট চেম্বার এবং বিভিন্ন রাসায়নিক গন্ধ ও রং ব্যবহার করে পুনরায় বাজারমুখী করে তোলা হয় দীর্ঘদিন ধরে।
এখান থেকে উৎপাদিত এই ভেজাল দ্রব্য রাজ্যের সর্বত্র এমনকি বিহার এবং বেশ কয়েকটি রাজ্যে চোরাচালান করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে আজ ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টেরর কর্মকর্তাগন এবং খাদ্য দপ্তরের প্রতিনিধিগন একই সাথে হঠাৎ অভিযান চালান ওই কারখানায়। অন্যান্য মসলা আজ আপাতত না পেলেও 148 বস্তা ধনিয়া বাজেয়াপ্ত করে তারা। বেশ কয়েকজনকে আটক এবং জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে আগামীতে বড়োসড়ো চোরাচালানকারীদের হদিশ পাবেন বলে আশাবাদী ওই দুই দপ্তরের আগত প্রতিনিধিদল।