অবতক খবর,১২ এপ্রিল সুমিত,কলকাতা: নিউটাউনে কর্মরত উত্তর কলকাতার এক তরুণীর ইচ্ছে ছিল আরও ভালো একটি চাকরি পাওয়ার। সেই ভালো চাকরির খোঁজ করতে গিয়ে তার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ভিনরাজ্যের এক যুবকের। নাম তার রেহান, ওরফে সারিক আহমেদ। চাকরির ইন্টারভিউয়ের অছিলায় মধ্য কলকাতার একটি হোটেলে তরুণীকে ডাকে সে। যুবকের আসল অভিসন্ধি বুঝতে না পেরে ইন্টারভিউ দিতে সেই হোটেলে হাজির হন তরুণী। সেখানে এক বদ্ধ ঘরে তরুণীর শ্লীলতাহানি করে ওই যুবক। এখানেই থেমে থাকেনি সে, ভয় দেখিয়ে কেড়ে নেয় তরুণীর মোবাইল ফোন, পরনের গয়না, টাকা, ইত্যাদি।
এই ঘটনা লজ্জায় সেদিন থানায় জানাতে না পারলেও পরদিন (০৯/০৪/২০২২) বড়বাজার থানায় এসে এজাহার দেন তরুণী। কালবিলম্ব না করে অপরাধের তদন্তে নামে বড়বাজার থানা। প্রযুক্তির সাহায্য নিয়ে এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে থানার একটি দল হানা দেয় প্রতিবেশী রাজ্যে। অভিযোগ দায়ের হওয়ার প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার হয় আসামি, এবং তার কাছ থেকে উদ্ধার হয় তরুণীর মোবাইল ফোন। মহামান্য আদালত অভিযুক্তকে ২৩/০৪/২০২২ অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
ছবি রইল বড়বাজার থানার তদন্তকারী দলের ও অভিযুক্তের। তদন্তকারী দলের ছবিতে, বাঁ দিক থেকে, সাব ইনস্পেক্টর সন্দীপ পাল, ওসি বড়বাজার থানা ইনস্পেক্টর সুপ্রিয় কুমার পাল, কনস্টেবল রাজীব মাঝি ।