অবতক খবর: শুক্রবার শহিদ দিবসের সভা মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করেন। মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় দেশজুড়ে। এদিন একুশের সভামঞ্চ থেকে মমতা বলেন, আমি চাই ‘ইন্ডিয়া’ থেকে একটা মুখ্যমন্ত্রীর দল মণিপুরে যাক। সেখানে মানুষের সঙ্গে দেখা করুক কথা বলুক, চাইছেন মমতা। সভার শেষে মণিপুর ইস্যুতে ১ মিনিট নীরবতা পালন করেন তৃণমূল সুপ্রিমো।
মমতা আরও বলেন,” ইন্ডিয়া জিতবে, বিজেপি হারবে। ইন্ডিয়া লড়বে আমি পাশে সৈনিক হিসেবে থাকব”। মণিপুর হিংসার ৭৮ দিন পর মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির কথার সূত্র ধরে দিন মমতা বলেন,” মণিপুর নিয়ে বলতে গিয়ে বাংলা, কেরল, ছত্তিশগড়ের কথা বলেছেন প্রধানমন্ত্রী। তাঁর নিশ্চয়ই কোনও পরিকল্পনা রয়েছে। না হলে বলবে কেন? এভাবেই প্রশ্ন ছুঁড়ে দেন তিনি ।
বিজেপি বিরোধী মহিলা ভতকে একত্রিত করতে এবং লোকসভা ভোটে বিজেপিকে উপড়ে ফেলতে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সভামঞ্চ থেকে বলেন,” বেটি বাঁচাও স্লোগান দিয়েছিলেন, কোথায় গেল সেই স্লোগান? বিলকিস বানোর অভিযুক্তরা রেহাই পেয়েছে। দেশের মেয়েরা জ্বলছে। মণিপুর জ্বলছে। মনে রাখবেন, এই মেয়েরাই ২০২৪-এর ভোটে আপনাদের ছুঁড়ে বাইরে ফেলে দেবে”।