অবতক খবর: বেঙ্গালুরুর জোটমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে ২৬টি দলের বিরোধী জোটের নাম হয়েছে ‘ইন্ডিয়া’ বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স । এখন শোনা যাচ্ছে ওই নাম সম্ভবত নাকি পছন্দ নয় নীতীশ কুমারের ! বিহারের মুখ্যমন্ত্রী জোটের এই নামকরণের তীব্র বিরোধিতা করেছিলেন বলেই দাবি করেছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের।
সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগে থেকে নাকি কিছুই জানানো হয়নি নীতীশকে। বৈঠকে আচমকাই নামটি প্রকাশ করা হয়। এতেই চটে যান জেডিইউ সুপ্রিমো। প্রশ্ন তোলেন, কী করে জোটের নাম ‘ইন্ডিয়া’ হতে পারে। আসলে বিরোধীদের একজোট করার ক্ষেত্রে বর্ষীয়ান নীতীশের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু যেভাবে কংগ্রেস আচমকাই জোটের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, তাতে অসন্তুষ্ট জেডিইউ ও আরজেডি। ফলে বিরোধী জোট তৈরির পরই কি তাতে ফাটলের আশঙ্কা দেখা দিল? এই প্রশ্ন এখন বড় হয়ে উঠেছে।
जिस ‘INDIA’ को दुनियाभर में बदनाम करते फिरते हैं, अपने अस्तित्व और परिवारों को बचाने के लिए उसके नाम का ही सहारा लेना पड़ा। और तो और, वो नाम भी सही से नहीं ले पा रहे हैं।#FraudOpposition pic.twitter.com/7f46zXEV14
— BJP (@BJP4India) July 18, 2023
মঙ্গলবার বেঙ্গালুরুর বৈঠকের পরে বিজেপি বিরোধী জোটের নতুন নাম ঘোষণা করেন বৈঠকের আহ্বায়ক কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জানানো হয়, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের বদলে নতুন নামকরণ হয়েছে বিরোধী মঞ্চের। তা হল ‘ইন্ডিয়া’। জোটের নাম দেশের নামে অর্থাৎ ‘ইন্ডিয়া’ হোক, এই নামের প্রস্তাবক ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই নামকরণ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি । এই বিষয়ে দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বিজেপির দাবি, নিজেদের অস্তিত্ব রক্ষায় দেশের নাম ব্যবহার করছে বিরোধীরা।