অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়া : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের উন্নতির জন্য একাধিক প্রকল্প চালু করেছেন । সেইমতো তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষদের উন্নতি সাধনে একাধিক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এবার সেই সব প্রকল্পগুলি সাধারণ মানুষরা সঠিকভাবে পাচ্ছেন কিনা তা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যের প্রতিটি বিধানসভায় ” তফসিলির সংলাপ ” নামক গাড়ি চালু করেছে তিনি । সেই মতই এদিন ইন্দাস বিধানসভায় তিনটি ” তফসিলির সংলাপ ” গাড়ির আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ । এই গাড়ি ইন্দাস বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তফসিলি উপজাতি সম্প্রদায়ের সাধারণ মানুষদের সুবিধা অসুবিধার কথা জানবেন এবং তারা সকলে সরকারি সুযোগ সুবিধা গুলো সঠিকভাবে পাচ্ছেন কিনা তাও সরজমিনে খতিয়ে দেখবেন । যারা এখনো পর্যন্ত সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাদের কিভাবে দ্রুত সেই সুযোগ দেওয়া যায় তাই হবে এই গাড়ির মূল লক্ষ্য ।
ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ বলেন , এই গাড়ি তফসিলি সম্প্রদায়ের সাধারণ মানুষদের সুবিধা অসুবিধার কথা জানবেন এবং কিভাবে তাদের সেই সমস্যার সমাধান করা যায় তার চেষ্টা করবেন । মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ।