অবতক খবর,২৩ মার্চ,নিউ বারাকপুর : শনিবার সন্ধ্যায় নিউ বারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোদালিয়া জামে মসজিদে আয়োজিত হয় ইফতার মাহফিল। সেখানেই অংশ নিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে তিনি ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার বার্তা দিয়ে বলেন, “ভেদাভেদ করতে চাইলে ঈশ্বর বা আল্লাহ দোহা মনঞ্জুর করবেন না।” মন্ত্রী আরও বলেন, “রোজা উপবাস করে দোহা করা শুধু নিজের জন্য নয়, বরং সকলের জন্য প্রার্থনা করাই প্রকৃত ধর্ম।

হিন্দু ধর্মেও এই একই শিক্ষা রয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ‘যত মত, তত পথ’—অর্থাৎ মত আলাদা হতে পারে, কিন্তু সবার লক্ষ একটাই, মানবসেবা।” এছাড়াও “ধর্মের প্রকৃত লক্ষ্য মানুষের কল্যাণ। তাই আমাদের উচিত মানবিকতার বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকা এবং মানুষের পাশে থাকা বলেও জানান রাজ্যের এই মন্ত্রী। এদিনের ইফতার মাহফিলে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা, ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, পুর প্রতিনিধি মিহির কুমার দে, ইমাম কারি হোসেন আহমেদ চৌধুরী, তৃণমূল নেতা সুশান্ত চক্রবর্তী, সমাজসেবী মৃদুলা সাহা, থানার আইসি সুমিত কুমার বৈদ্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শেষে ইফতার অনুষ্ঠিত হয়, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য চিত্র ফুটে ওঠে।