অবতক খবর , নদীয়া :     ভোট কৌশলী প্রশান্ত কিশোরের ইয়ুথ ইন্ডিয়া পলিটিক্সে অনলাইন আবেদনে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের যুবকরা যোগদান করছেন তৃণমূলে। এইরকমই নদীয়াজেলা শান্তিপুর শহরের তিন নম্বর রেলগেট এলাকার প্রশান্ত দাস পেশায় বেসরকারি সংস্থায় স্বাস্থ্যকর্মী। পেশার কারণে সরাসরি রাজনীতিতে সময় পাননি কোনো দিন। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শান্তিপুরে বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের সমস্ত রাজনৈতিক কর্মসূচি বন্ধ রেখে মানুষের পাশে থাকার কর্মকাণ্ডের উপর নজর রাখতেন প্রশান্ত দাস।

তাই সরাসরি অনলাইন রেজিস্ট্রেশন এর মাধ্যমে যোগদানের আবেদন জানিয়েছিলেন তিনি, আইপ্যাকের সদস্যরা বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের কাছে বার্তাটি পৌঁছে দেওয়ার সাথে সাথেই বিধায়ক তাকে ফোন করে ডেকে নেয় যোগদানের জন্য। একজন বিধায়ক তথা রাজ্য যুবতৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাকে ফোন করার জন্য তিনি গর্ববোধ করেছেন বলে সংবাদমাধ্যমকে জানান প্রশান্ত দাস।

গতকাল সন্ধ্যায় শান্তিপুর ব্লকের বাবলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে রাজ্যের প্রতীক কেন্দ্রীয় সরকারের বঞ্চনা , রেল কয়লা খনি বিমানের কর্মী ছাঁটাই এবং বেসরকারিকরণের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের কৃষকবিলে র প্রতিবাদে এক বিক্ষোভ সভার শেষে বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে যোগদান করেন প্রশান্ত দাস।

প্রসঙ্গত এর আগে গত ১৫ তারিখ শান্তিপুর শহরের বিধান বিশ্বাস এবং হিজুলী গ্রামে হাসান মন্ডল এই একই ভাবেই যোগদান করেন বিধায়কের বাড়িতে।

দলীয় সূত্রে জানা যায় এভাবেই শান্তিপুর বিধানসভার এখনো পর্যন্ত মোট ১০ জন যোগদান করেন। যার মধ্যে বেশিরভাগ অরাজনৈতিক ব্যক্তিত্ব ! বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের রাজনীতির প্রতি আগ্রহে খুশি দলীয় নেতৃত্ব।