অবতক খবর,২১ আগস্ট,বাঁকুড়া:- ইলেকট্রিক পোস্টে হাত লেগে বিদ্যুৎপৃষ্ঠ শিশুকন্যা! বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগে সরব গ্রামবাসীরা!

বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে ফের বিদ্যুৎপিষ্ট হল শিশুকন্যা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বিরুদ্ধে সরব গ্রামবাসী।

শনিবার সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত আকুই গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে গ্রামের সুমনা রুইদাস নামে এক বছর পাঁচেকের শিশুকন্যা তার দাদাকে ডাকতে যায়। ঠিক সেই মুহূর্তে ভুলবশত সে একটি ইলেকট্রিক পোস্টে হাত দিয়ে ফেলে। আর এই ইলেকট্রিক পোস্টে বিদ্যুৎ শট সার্কিট থাকায় সেখানেই বিদ্যুৎপিষ্ট হয়ে সে রয়ে যায় ১৫ মিনিট। এরপর ওই শিশুর মা এসে তাকে উদ্ধার করে এবং আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকন্যাকে ইন্দাস বক্ল হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপই খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ওই গ্রামে এলে তাদের ঘিরে দেখানো হয় বিক্ষোভ। এই ঘটনার খবর পেয়ে ইন্দাস থানার বিশাল পুলিশ ছুটে আসে ও পরিস্থিতি সামাল দেয়। যদিও এই ব্যাপারে বিদ্যুৎ দপ্তরে কর্মিরা কোনো ভাবেই মুখ খুলতে চাননি।