অবতক খবর , শিলিগুড়ি : করোনা আবহে বন্ধ সবকিছুই এই করোনাতে বন্ধ পড়াশোনা তাই কাজ নেই ইষ্কুল বাসের। তাই আপাতত অর্ধেক মায়না দিয়েই চলতে হচ্ছে বাসের ড্রাইভার এবং খালাসিদের। এই অবস্থায় রোজকার খাবার জোগাড় করাই মুষ্কিল আমাদের কাছে। মায়না পাচ্ছি অর্ধেক তাই মুষ্কিলে পড়ে গেছি চারিদিক থেকেই। কবে ইষ্কুল খুলবে জানেন না কেউই,কবে থেকে চলবে বাস তাও জানেন না কেউ,এক চুড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন ড্রাইভার এবং খালাসিরা।
অনেকেই কাজ হারিয়ে চরম সমস্যায় পড়ে গেছেন তাই কি করবেন বুঝে উঠতে না পেরে চলে গেছেন অন্য পেশায়। বাস এই বছরে আর চলবে না ধরেই নিয়েছেন অনেক ড্রাইভারই তাই বসে না থেকে অন্য পেশায় যুক্ত হতে চাইছেন তারা।