অবতক খবর,১০ ফেব্রুয়ারি : ইসরোর মুকুটে জুড়ল নতুন পালক। ইন্ডিয়ান স্পেস রিসার্চ এজেন্সি (ISRO) এদিন অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড স্যাটেলাইট SSLV-D2 এর দ্বিতীয় সংস্করণ সফল ভাবে উৎক্ষেপণ করেছে। এদিন সকাল ৯টা ১৮ মিনিটে এই উৎক্ষেপণ হয়। ISRO জানিয়েছে, এই নতুন রকেটে SSLV-D2 ১৫ মিনিটের ফ্লাইটের সময় ৩টি উপগ্রহ বহন করেছে।
এই উপগ্রহগুলির মধ্যে রয়েছে ISRO-এর EOS-07, US-ভিত্তিক সংস্থা Antaris-এর Janus-1, এবং চেন্নাই-ভিত্তিক মহাকাশ স্টার্টআপ SpaceKidz-এর AzaadiSAT-2 মহাকাশে ৪৫০ কিলোমিটার দূরত্বে স্থাপিত করেছে। ISRO জানিয়েছে, SSLV ‘লঞ্চ-অন-ডিমান্ড’ ভিত্তিতে পৃথিবীর নিম্ন কক্ষপথে ৫০০ কেজি পর্যন্ত স্যাটেলাইট বহন করে উৎক্ষেপণ করতে পারে।
রকেট SSLV-D2 খুব কম খরচে, অল্প সময়ে এবং একাধিক উপগ্রহ একই সঙ্গে কক্ষপথে উৎক্ষেপণ করতে সক্ষম। SSLV ৩৪ মিটার লম্বা, ২ মিটার ব্যাসের লঞ্চ ভেহিকেল। এর উৎক্ষেপণ ভর ১২০ টন। রকেটটি ২টি কঠিন প্রপোলেশন স্টেজ এবং ১টি বেগ টার্মিনাল মডিউল দিয়ে তৈরি করা হয়েছে। SSLV দ্বিতীয় সংস্করণ সফল ভাবে উৎক্ষেপণ এবং তিনটি উপগ্রহ মহাকাশে সঠিক জায়গায় স্থাপন করেছে।