অবতক খবর,১২ অক্টোবর,ইসলামপুর,উত্তর দিনাজপুরঃইসলামপুরের কালা নাগিনী এলাকায় হিংস্র জন্তুকে ধরতে আরও সক্রিয় হল জেলা বনদপ্তরের আধিকারিকরা । বুধবার নতুন করে আরো একটি খাঁচা বসানো হয়েছে ওই এলাকায় । বুধবার ঘটনা স্থলে তদন্তয়ে পৌঁছাইলেন জেলা বন দপ্তরের এডিএফও সুবর্ত মুখার্জী । তিনি এদিন জেলা বনদপ্তর ও স্থানীয় বন দপ্তরের আধিকারিক ও কর্মীদের নিয়ে ওই এলাকায় তদন্ত করে দেখেছেন ।
প্রসঙ্গ মঙ্গলবার গ্রামবাসীর দাবি মেনে কালানাগিন এলাকার চা বাগানে খাঁচা পাতলো বনদপ্তর। কালানাগিন এলাকার চা বাগানে বনদপ্তরের পক্ষ থেকে এই খাঁচা পাতার কাজ করা হয় চা বাগানের মধ্যে। গ্রামবাসীরা জানান আমরা বেশ কিছুদিন যাবত এই বাঘ আতঙ্কে ভুগছিলাম বনদপ্তরকে একাধিকবার জানানোর পরেও তারা খাচা পাতিনি, তারা আমাদেরকে অবহেলার পাত্র হিসেবে গণ্য করেছে বিভিন্ন চাপের পর তারা আজ বাধ্য হয়ে খাচা পাচ্ছে বলে তিনি মনে করছেন। অপরদিকে গত কাল বনদপ্তর এর আধিকারিক শ্যামসুন্দরঝরিয়াল জানিয়েছিলেন গ্রামবাসীদের মতামত কে গুরুত্ব দেওয়ার জন্যই খাঁচা পাতা হলো বলে তিনি জানান। তিনি বলেন বাঘ থাকুক বা যে কোন জন্তই থাকুক খাচা মধ্যে পড়তে পারে তবে তিনি বলেন অবহেলার কোন ব্যাপার নেই বিভিন্ন কাজ থাকার জন্য দেরি হয়েছে।
আজ বন দপ্তরের আধিকারী সুব্রত মুখার্জি সেদিন বলেন তিনি গোটা ঘটনার উপরে গত কয়েকদিন ধরে নজর রেখেছিলেন আজকে পুরো টিম ঘটনাস্থলে পৌঁছাইছেন এবং তদন্ত করে দেখছেন । কোন প্রকারে জন্তু রয়েছে তার ধরার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে । পুরো তদন্ত করার পরেই স্পষ্টভাবে বলতে পারবেন আসলে কি আছে।