অবতক খবর, উত্তর দিনাজপুর: ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষে সাম্প্রদায়িক বিদ্বেষের সৃষ্টির চক্রান্ত, নারীর অবমাননা, ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক, গণতান্ত্রিক শিক্ষার অধিকার হরণের বিরুদ্ধে অল ইন্ডিয়া ডি এস ওর অঙ্গীকার যাত্রা রবিবার ইসলামপুরে এসে পৌঁছালো। এক থেকে সাত ফেব্রুয়ারি একই সঙ্গে বীরসিংহ, কার্মাটার ও শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত শুরু হয়েছে অঙ্গীকার যাত্রা। এই অঙ্গীকার যাত্রার যাত্রীরা দ্বিতীয় দিনে ইসলামপুরে এসে পৌঁছায়।

রবিবার বিকেলে ইসলামপুর বাস টার্মিনাস এ সংশ্লিষ্ট অঙ্গীকার যাত্রার একটি সভা ও আলোচনা চক্রের আয়োজন করা হয়। সেখানে ইসলামপুরের দলীয় নেতৃত্ব বহিরাগত যাত্রী তথা তাঁদের দলীয় সদস্যদের এই অঙ্গীকার যাত্রায় অংশ নেওয়া তাদের দলের সদস্যদের স্বাগত জানান ।এ আই ডি এস এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সুজন কৃষ্ণ পাল জানান, পয়লা ফেব্রুয়ারি একসঙ্গে বীরসিংহ কার্মাটার এবং শিলিগুড়ি থেকে শুরু হয়েছে তাদের এই অঙ্গীকার যাত্রা। সেই যাত্রায় সামিল হয়েছেন ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ সামাজিক সংকটে বিচলিত বিভিন্ন মানুষ এবং তাদের দলের কর্মী-সমর্থকরা ও সদস্যরা। আগামী সাত ফেব্রুয়ারি কলকাতার কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তির নীচে শেষ হবে এই যাত্রা। এদিন অঙ্গীকার যাত্রায় শামিল হওয়া সকলেই সংশ্লিষ্ট বিষয়ে দলের প্রতিক্রিয়া জানিয়ে সকলের মধ্যে প্রচারপত্র বিলি করেন। এদিন টারমিনাসে মন চাই অঙ্গীকার যাত্রা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।