অবতক খবর :: উত্তর দিনাজপুর :: এই প্রথম ইসলামপুরে অনুষ্ঠিত হলো শিশু নাট্য উৎসব। অগ্নিশিখা নাট্য সংস্থার আয়োজনে ইসলামপুর বাস টার্মিনাসে গত ১৯ জানুয়ারি এই নাট্য উৎসবকে ঘিরে রীতিমতন জমজমাট এলাকা। এই উৎসবেরব উদ্বোধনী সংগীতে অংশ নেন ইসলামপুর সুর নিকেতনের শিল্পীরা।

একক সংগীতে মেহুলি হালদারের পর বিদ্যাসাগর চিলড্রেন্স একাডেমীর শিশুরা অংশ নেয় সমবেত নৃত্যে। এরপর শুরু হয় মূল পর্ব। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এবং উত্তম সরকার নির্দেশিত ছুটি নাটকে শিশুদের স্বতঃস্ফূর্ত ভূমিকা লক্ষ্য করা গেছে।

সেখানে বিভিন্ন বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা দীর্ঘদিন অনুশীলনের পর অংশ নেয় এই নাটকে।

এদিন শিলিগুড়ির বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক বিশ্বজিৎ রায় এবং ইসলামপুরের অপর দুজন নাট্যব্যক্তিত্ব অশোক সরকার ও রতন ঝাকে অগ্নিশিখা নাট্য সম্মানে সম্মানিত করা হয়। পাশাপাশি নাট্যকর্মী গৌতমী সাহার মাকে মাতৃগর্ভে সম্মানে সম্মানিত করা হয়।