নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২৬ নভেম্বর :: ইসলামপুর ::   বাইপাসের কাজ চলাকালীন আন্ডারপাস তৈরীর স্ল্যাব ভেঙে পড়ল আচমকা। সরে গেল সেখানকার ভরাট করা মাটির একাংশ। এর ফলে দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল এলাকার বাসিন্দারা। এমনই ঘটনা ঘটেছে মঙ্গলবার ইসলামপুর থানার বলঞ্চা এলাকাতে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

আন্ডারপাস তৈরীর প্রক্রিয়া সঠিক ভাবে চলছে না বলেই অভিযোগে সরব হয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, আন্ডারপাস তৈরির ক্ষেত্রে সঠিক মানের সরঞ্জাম ব্যবহার করা হয়নি। আর তাই সম্পূর্ণ হওয়ার আগেই ভেঙ্গে এবং ধসে পড়ল। যদিও ইসলামপুরের মহকুমা শাসক অলংকৃতা পান্ডে জানান, তার কাছে এখনো খবর এসে পৌঁছয়নি। তিনি দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখবেন।

অন্যদিকে এলাকার বাসিন্দা নুরুল উদ্দিন জানান, ইসলামপুর থেকে পাটাগোড়া যাবার সময় বলঞ্চা সংলগ্ন এলাকায় বাইপাসের স্ল্যাব আচমকা ভেঙ্গে পড়ে। যেখানে আন্ডারপাস তৈরি হচ্ছে সেখানেই এই ঘটনা। বিষয়টি নিয়ে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা ।নিয়ম মেনে কাজ হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন তিনি।এই বিষয়টি সংস্থাকে অবশ্যই খতিয়ে দেখা উচিত বলে তিনি মনে করছেন। তিনি আরো বলেন,বাইপাসের কাজ চলাকালীন সম্প্রতি স্থানীয় ঘোড়ামারা এলাকাতে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। এরপর এ বিষয়ে সতর্ক না হলে সমস্যা আরও প্রকট হয়ে উঠবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাইপাস তৈরির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে সঠিকভাবে কাজ হচ্ছে কিনা এবং সেই কাজে সঠিক মানের সামগ্রীতে সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে কিনা তাও নিয়মিতভাবে খতিয়ে দেখা উচিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। তাই এ বিষয়ে প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরাই।