অবতক খবর,২৩ অক্টোবর: তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ইসলামপুর থানার ভদ্রকালী চা বাগান এলাকায় চা বাগানের শ্রমিকদের নিয়ে মিছিল করলো। তাদের দাবি, ভদ্রকালী এলাকায় যে চা বাগান রয়েছে সেটি বন্ধ হয়ে গেছে। তারা কর্মহীন হয়ে পড়েছেন।বর্তমানে তারা এই চা বাগানের উপর ভরসা করে বসবাস করেন এবং সেই চা বাগানের কাজ করে তারা তাদের দিনগুজরান চলতো। বন্ধ হয়ে যাওয়ার পর আর তারা কাজ পাচ্ছেন না।

এমতাবস্থায় তারা সংকটে পড়েছেন।তাদের আরও অভিযোগ, কিছু দুষ্কৃতী ওই চা বাগানের জমি দখল করে নিতে চাইছে। তার জন্য প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন জায়গায়। এই বিষয়ে যে চা বাগানের জমি হস্তান্তর হয়ে যাচ্ছে এই হস্তান্তর যাতে না হয় ওই চা বাগানে কাজ করে খেতে পারেন তার জন্যই তারা এই মিছিল করেন ভদ্রকালী এলাকাজুড়ে।তাদের আরও দাবি, তারা চা বাগানে কাজ করে খেতে চান। চা বাগানের জমি হস্তান্তর হয়ে গেলে চা বাগান উঠে গেলে তারা গভীর সংকটের মধ্যে পড়বেন তাদের দাবি যাতে চা বাগান থাকে।