অবতক খবর, সংবাদদাতা, ইসলামপুর :: ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ কে সামনে রেখে তিস্তা মোড় থেকে বাস টার্মিনাস পর্যন্ত শুক্রবার একটি শোভাযাত্রা পরিক্রমা করে। সেখানে অংশ নেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, ইসলামপুর থানার আইসি শমীক চ্যাটার্জি, সমাজকর্মী জাভেদ আখতার প্রমুখ।
ইসলামপুর বাস টার্মিনাসে একটি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয় এবং রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির বিষয়টি পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়। অন্যদিকে পথ নিরাপত্তা সপ্তাহকে সামনে রেখে চোপড়া থানার উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হলো চক্ষু ও দন্ত পরীক্ষা শিবির।
পাশাপাশি যারা স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে এসেছেন তাদের জন্য হেলমেট প্রদান করা হল এদিন। চোপড়া থানার আইসি বিনোদ গজমির জানান, একত্রিশ তম পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী নানান অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন ছিল তীব্র শীতের কম্বল কর্মসূচিও।