অবতক খবর,১৯ ফেব্রুয়ারী,ইসলামপুর: কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে ইসলামপুর বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। অবস্থান বিক্ষোভ থেকে বিডিও বিরুদ্ধে উঠল হাই হাই, শ্লোগান। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগে থেকেই মোতায়েন ছিল ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগের কারণে তৃণমূল কংগ্রেস থেকে আগেই বহিষ্কার করা রয়েছে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন। এরপর কয়েক মাস আগেই গ্রাম পঞ্চায়েত থেকেই তোলাবাজি টাকা প্রায় ১৬০ জনকে ফেরত দেন প্রধান নুরি বেগম। এবং প্রধানের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করা হয়।

অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের অভিযোগ তদন্তে প্রধানের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতি প্রমাণিত হলেও এখনও পযন্ত প্রধানকে গ্রেফতার করা হয়নি। এবং আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি কেন এই প্রশ্ন তুলে বুধবার ইসলামপুর বিডি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখাতে শুর করে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। শুধু তাই নয় ইসলামপুর বিডিওর বিরুদ্ধে হাই হাই শ্লোগান দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। তৃণমূল নেতৃত্বদের দাবি পুরন না হওয়ায় আগামী সোমবার থেকে ইসলামপুর বিডিও অফিসের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ শুর করা হবে বলে জানিয়েছেন তৃণমূলের নেতৃত্বরা।

অন্যদিকে সবকিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যেভাবে নির্দেশ আসবে সেই ভাবে কাজ করবেন বলে জানিয়েছেন ইসলামপুরের বিডিও দীপান্বিতা বর্মন