অবতক খবর,সংবাদদাতা,উত্তর দিনাজপুর,১৮ই মে:: হাসপাতালের প্রসূতি বিভাগে হঠাৎ এক মহিলা বাচ্চা কোলে করে নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরে ফেলে রোগীর আত্মীয় স্বজনেরা। বুধবার সকালে এই ঘটনায় ইসলামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইসলামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে ওই মহিলা বাচ্চা চুরি করে পালাচ্ছিল বলে অভিযোগ রোগীর আত্মীয় স্বজনদের। এই খবর ছড়িয়ে পড়তেই, ক্ষোভে ফেটে পড়েন বাকি রোগীর আত্মীয় স্বজনরা।
পরবর্তীতে শোনা যায় ওই মহিলা নাকি ভারসাম্যহীন। প্রশ্ন উঠছে যদি ওই মহিলা ভারসাম্যহীন হয় তাহলে, সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ভিতরে ঢুকল কি করে? এত সিকিউরিটি গার্ড তখন কি করছিল? যদি সত্যিই ওই মহিলা বাচ্চা নিয়ে চলে যেত তাহলে দায়ি কে নিত? এতবড় একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল অথচ এই ধরনের ঘটনা। এবার হাসপাতালের সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে রোগীর আত্মীয়রা। অন্যদিকে সিকিউরিটি গার্ডের গাফিলতির কথা স্বীকার করেন হাসপাতালের সিকিউরিটি গার্ডের ফেসিলিটি ম্যানেজার এহসান আলী আফজাল। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। পুলিশ হাসপাতালে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়।