অবতক খবর, কলকাতা: জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবের নয়া কোচ হিসেবে মারিয়ো রিভেরা নাম ঘোষণা হয়ে গেল।  আর আজই কলকাতা ছেড়ে স্পেনে উড়ে গিয়েছেন প্রাক্তণ হয়ে যাওয়া আলেহান্দ্রো মেন্দেজ গার্সিয়া।

একদা আলেহান্দ্রোর   সহকারী হিসেবে লাল হলুদ শিবিরে কাজের অভিঞ্জতা রয়েছে মারিয়োর। ইস্টবেঙ্গল ক্লাবের সমস্ত ফুটবলারদের চেনেন। তাই মারিয়ো রিভেরাকেই ইস্টবেঙ্গল ক্লাবের কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই চুক্তিপত্রে সই হয়ে গিয়েছে। মারিয়ো রিভেরার উয়েফা প্রো লাইন্সেস কোচ এবং স্পেনেই তার কোচিং কেরিয়ার কেটেছে বেশীরভাগ সময়ে।

ইস্টবেঙ্গল কোচের দৌড়ে ভেসে উঠেছিল অনেকটা নাম। তবে চলতি আই লীগের মাঝপথে নতুন করে কোচের সঙ্গে  ফুটবলারদের পরিচিতি পর্ব মধ্যে না গিয়ে আলেহান্দ্রো সহকারীকে মারিয়ো রিভেরাকে ইস্টবেঙ্গল কোচের পদে বেঁচে নেওয়া হল। তবে মারিয়ো রিভেরা এখন কলকাতায় নেই , ভিসার জন্য আবেদন করেছেন। ৭ ফেব্রুয়ারি আইজল এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে। এই ম্যাচে লাল হলুদ শিবিরের নয়া কোচ মারিয়ো রিভেরাকে পাওয়া যেতে পারে। আপাতত বাস্তব রায় কোচিং দায়িত্ব সামলাবেন।