অবতক খবর, সংবাদদাতা,বর্ধমান :: ঈদের মুখে ঘর ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফিরে পরিবারের মুখে হাঁসি ফোটালো তৃণমূল কংগ্রেস কর্মীরা।বর্ধমান ১ নং পঞ্চায়েত সমিতির রায়ান গ্রাম পঞ্চায়েতের বিজয়রাম এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
সংখ্যা লঘু সম্প্রদায়ের খুশির ঈদের আনন্দের দিন আর বেশী নেই। এই খুশির ঈদের প্রাক্কালে রাজনৈতিক হিংসার কবলে পড়ে গৃহত্যাগ করতে বাধ্য হয়েছিলো বর্ধমান জেলার বর্ধমান ১ নং পঞ্চায়েত সমিতির রায়ান গ্রাম পঞ্চায়েতের বিজয়রাম এলাকার বেশ কিছু বিজেপি কর্মীরা।রাজনৈতিক হিংসা দুরকরে খুশির ঈদে ঘর ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফিরিয়ে হাসি ফোটালো বিজয়রাম এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা।রায়ান ১ নং অঞ্চল সভাপতি সেখ জামাল বলেন এই এলাকার নেতা নুরুল হাসানের পাল্লায় পড়ে, এই এলাকার কিছু যুবক বিজেপিতে গিয়েছিলো।তার পাল্লায় পরে ভোটের আগে অনেক অত্যাচার শুরু করেছিলো।
আমারা কাউকে মারধর করিনি।ওরা ভোটের পর ওরা নিজেরাই পালিয়ে গিয়েছিলো।ঈদের আগে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ দের তাদের বাড়ি ফেরার জন্য ফোন করেছি। এর আগেও অনেকেই এসেছে। আজ বিজয় রাম ১৭৯,১৮০ বুথের বিজেপি কর্মীদের বাড়ি ফিরিয়ে দিলাম।
শদ্য বিজেপি কর্মীরা বলেন নরুল হাসানের কথা মতো আমরা বিজেপিতে যোগদান করেছিলাম।ভোটের পর ভয়ে আমরা বাড়ি ছাড়া ছিলাম। আমাদের বিজয় রাম এলাকার সেখ জামালের উদ্যোগে আজ আমরা ঘরে ফিরলাম। ঈদের প্রাক্কালে ঘরে ঢুকতে পেরে আমরা সকলে খুশি। তবে আগামী দিনে আমরা সকলে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। দিদির হয়ে কাজ করবো।