অবতক খবর,৩১ মার্চ,ইসলামপুর:- ঈদের খুশির দিনেও রাস্তায় বসে নামাজ পড়ে প্রতিবাদ জানালো ধূলিগাঁও গ্রামের মানুষ। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধুলিগাঁও গ্রামে ঈদগা থাকতেও ঈদের নামাজ রাস্তায় বসে পড়লেন গ্রামবাসীরা। এই দিন স্থানীয়রা জানান ঈদগাহ তৈরি করা হয়েছে চাঁদা তুলে ও সাধারণ মানুষ জমি দান করে। কিন্তু যারা জমি দান করছে ঈদগাহান নামে সেই জমি তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের শাসনকালে তার নিজের নামে করে করে নেন। যেই জমিটা ঈদগা কমিটির নামে করার কথা সেটা নিজের নামে করে নিয়েছে।

গত বছর এই নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করা হলে দুই মাসের মধ্যে প্রধান নূরি বেগম ও তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের স্ত্রী তিনি দুই মাস সময় নিয়েছিলেন জমি ঈদগা কমিটির নামে করার জন্য। কিন্তু শেষ অবধি জমি ঈদগার নামে না করাই গ্রামবাসীরা রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ে প্রতিবাদ জানালেন আজ।

অন্যদিকে কমলাগাঁও সুজালী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আব্দুস সাত্তার জানান মানুষের সাথে চিটিং করেছে প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হক। শুধুমাত্র ঈদগার জমি নয় মাদ্রাসা মসজিদ সমস্ত জমির তার নিজের নামে রেজিস্ট্রেশন করে নিয়েছে। এখন ঈদগার নামে ফিরিয়ে না দেওয়াই,। গ্রামবাসীরা এজন্যই আজকে রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়লেন। তবে এই বিষয়ে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান জানান ঈদগাতে নামাজ পড়ার জন্য কাউকে বাধা দেওয়া হয়নি। নামাজ কে কোথায় পড়বে তা তাদের নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি পুলিশ প্রশাসনকে ফোন করে জানিয়েছিলাম যাতে ঈদগাহ মাঠ খুলে দেওয়া হয়। শান্তি শৃঙ্খলভাবে যাতে সবাই ঈদের নামাজ আদায় করতে পারে।