অবতক খবর,২৩ মার্চ:  ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ হরিহরপাড়ায়। চলছে রমজান মাস সপ্তাহখানেক পরেই খুশির ঈদ। তার আগে অসহায়, দরিদ্র ,দুস্থ বিধবা ও বিশেষভাবে চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন কলাডাঙ্গা আল-কিরাত চ্যারিটেবল সোসাইটি।

রবিবার সকালে বারুইপাড়া উচ্চমধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় শতাধিক দুস্থদের ঈদের খাদ্য সামগ্রী দেওয়া হয়। যেমন চাল, আলু, চিনি, সামাই, তেল, খেজুর সহ অন্যান্য সামগ্রী। উপস্থিত ছিলেন ওই স্বেচ্ছাসেবী সোসাইটির সম্পাদক আবুল কাশেম শেখ। এলাকার বিশিষ্টজনেরা। ঈদের আগে খাদ্য সামগ্রী পেয়ে খুশি তারা।