অবতক খবর,১২ এপ্রিল,মলয় দে নদীয়া:- প্রায় 72 ঘন্টা পরে গঙ্গার জলে তলিয়ে যাওয়া দুই যুবকের মধ্যে আরএক যুবকের মৃত দেহ উদ্ধার,ঘটনায় গঙ্গার ঘাট এলাকায় তীব্র চাঞ্চল্য। উল্লেখ্য গত রবিবার দুপুর একটা নাগাদ শান্তিপুর দু নম্বর রেলগেট সংলগ্ন বাগচীর বাগান এলাকা থেকে একটি বাইকে চেপে চার যুবক শান্তিপুর স্টিমারঘাট গান্ধীঘাটে আসে, এরপর চার বন্ধু ইউটিউব ভিডিও করবে বলে গঙ্গার ঘাটে স্নান করতে নামে।
স্নান করতে করতেই হঠাৎই দুই যুবক জলে তলিয়ে যায়। ঘটনার পর থেকেই দুই যুবকের দেহর সন্ধানে স্থানীয় লোকজন সহ ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। যদিও ঘটনাস্থলে সর্বক্ষণ উপস্থিত থাকে শান্তিপুর থানার পুলিশ, গতকাল এক যুবকের মৃতদেহ উদ্ধার হলেও অপর এক যুবকের দেহের খোঁজ চালাচ্ছিল পরিবারের লোকজন সেরকমই আজ সকাল থেকে একইভাবে ওই যুবকের দেহর সন্ধানে তল্লাশি চালায় পরিবারের লোকজন।
আজ সকাল 11:30 নাগাদ সূর্যপুর চর গঙ্গার ঘাটে অপর যুবকের দেহ জলে ভাসতে দেখে পরিবারের লোকজন। এর পরেই ওই গঙ্গার ঘাটে গিয়ে ওই যুবকের দেহ উদ্ধার করে পরিবারের লোকজন জানা যায় উদ্ধার হওয়া মৃত যুবকের নাম রোহন বিশ্বাস। যুবকের মৃত দেহ উদ্ধারের খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের অন্যান্য সদস্যরা , এরপর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। যদিও এই ঘটনায় গঙ্গার ঘাট সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ, এছাড়াও ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। স্বভাবতই একই সাথে দুই যুবকের গঙ্গার জলে তলিয়ে যাওয়ার ঘটনায় গত 72 ঘন্টায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়।
আজ অবশেষে উদ্ধার হলো অপর এক যুবকের মৃত দেহ। শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস বলেন, যেহেতু রোহন কে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই আজ সকাল বেলায় নৌকা নিয়ে তারা গঙ্গার তীরবর্তী বিভিন্ন জায়গায় খোঁজ চালাতে থাকেন, তারপর সূর্যপুর চড় গঙ্গার ঘাট থেকে কচুরিপানার মধ্যে মৃতদেহ ভাসতে দেখে, তারা সেই মৃতদেহ উদ্ধার করে শনাক্ত করে ,এবং শান্তিপুর গান্ধী ঘাট এলাকায় মৃতদেহ নৌকা করে নিয়ে আসেন । তারপর শান্তিপুর পুলিশ প্রশাসনের কাছে মৃতদেহ তারা তুলে দেন, এরপর শান্তিপুর থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য ব্যবস্থা শুরু করেছেন।