উচ্চারণ
তমাল সাহা
একদল ঠিক করেছে
ধর্মের বিষ ও ভাত ছড়িয়ে
কেড়ে নেবে স্বদেশ।
একদল ঠিক করেছে
ডোল দিয়ে
সব মানুষকে কিনে নেবে,
কিছুই রাখবে না অবশেষ।
তারা ঠিক করেছে
দেশ আর মানুষ হবে পণ্য–
তারা কেনাবেচা করবে,
নিজেদের কোষাগার হবে পূর্ণ।
আমরা এখনও
ঠিক করে উঠতে পারিনি
স্বদেশকে সামনে রেখে
আমরা কি করব?
জোট বেঁধে দল করব–
এর বিরুদ্ধে প্রতিবাদ করব
না হবো ছিন্নভিন্ন!
আমাদের এ কথা বলার
সাহস হবে কবে
চাই না গোল ও ধর্মীয় বিভেদ
আমরা হতে চাই না পণ্য–
আমরা মানুষরা অভিন্ন।