অবতক খবর,৪ জানুয়ারি,মালদা: উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরের দল বলে জানাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার লালবাথানি উচ্চ বিদ্যালয়ে।এদিকে ঘটনার খবর পেয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে মানিকচক থানার পুলিশ। প্রশাসনের কাছে নিরাপত্তার বাড়তি ব্যবস্থার আবেদন বিদ্যালয় কর্তৃপক্ষের।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার কর্মকার বিদ্যালয় খুলতেই চক্ষুচড়ক হয়ে ওঠেন। প্রধান শিক্ষকের ঘরের তালা ভেঙে সমস্ত আলমারির লকার ভেঙে লুটপাট চালিয়েছে চোরের দল বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। নগদ প্রায় লক্ষাধিক টাকা ও ল্যাপটপ নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। ঘটনা জানতে পেরে তদন্তে নেমে বিদ্যালয়ে পৌঁছয় মানিকচক থানার পুলিশ। সমগ্র দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বিদ্যালয়ে এমন চুরির ঘটনায় চাঞ্চল্য রয়েছে এলাকাজুড়ে।
প্রধান শিক্ষক উত্তম কুমার কর্মকার জানান, তালা ভেঙে চোরেরা ভিতরে ঢুকে লন্ডভন্ড করে দিয়েছে। বিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া চলাই লক্ষাধিক টাকা আলমারিতে রাখা ছিল। সমস্ত আলমারির লক ভেঙ্গে সে টাকাগুলো নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। পাশাপাশি বিদ্যালয় ল্যাপটপ নিয়ে পালিয়েছে। যদিও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তা নিয়ে যেতে সক্ষম হয়নি বলে জানাচ্ছি প্রধান শিক্ষক। তিনি আরো জানান, আরো কি কি নিয়ে গেছে এই মুহূর্তে বুঝে ওঠা সম্ভব হচ্ছে না। বিদ্যালয়ে একটি নৈশপ্রহরী রয়েছে। তবে তার নজর এড়িয়ে চুরির ঘটনা বলে মনে করা হচ্ছে। গোটা বিষয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন তদন্ত করে দোষীদের পাকড়াও করুক। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করুক।