নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১৩ মার্চ :: উত্তর দিনাজপুর :: উচ্চ মধ্যমিক পরীক্ষা চলাকালিন যাতে কোনও প্রকার উচ্চ সাউন্ড যুক্ত ডিজে কিংবা অন্য কোন কিছু না বাজে সেই কারনে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ তৃণমূল শহর ছাত্র পরিষদের পক্ষ্য থেকে থানায় ডেপুটেশন প্রদান করা হয়।
আইন অনুসারে উচ্চ মাধ্যমিক চলাকালিন কোন প্রকার যে কোন রাজনৈতিক দলের মিটিং মিছিল,উচ্চ চাউন্ড যুক্ত ডিজে কিংবা মাইক বাজানো নিসিদ্ধ থাকে।সেই মতাবেক পরীক্ষা শুরুর আগের দিন কালিয়াগঞ্জ থানার উদ্যোগে মাইক বাজিয়ে প্রচার করা হয় সাধারণ মানুষদের সচেতন করতে।
কিন্তু পুলিশ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিয়ে বাড়ি গুলিতে উচ্চ সাউন্ড যুক্ত ডিজে বাজানোর অভিযোগ উঠলেও পুলিশ কোন পদক্ষ্যেপ নিচ্ছে না।এর ফলে পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে। তাই তৃণমূল শহর ছাত্র পরিষদের সভাপতি রাজা ঘোষের নেতৃত্বে ডেপুটেশন দেওয়া হয় কালিয়াগঞ্জ থানায়।