অবতক খবর, নদীয়া: নদীয়া শান্তিপুর শহরের মুদি পাড়ার সৌমিলি বাগচী উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী। শহরেরই নিশ্চিন্তপুর শিক্ষকের বাড়ি থেকে পড়ে ফেরার সময় দুটি মোটরসাইকেল আরোহী অনুসরণ করে তাকে। কিছুটা আসার পর কল্লাপাড়ার গলিতে আসতেই দুই পাশ থেকে থেকে দুটি মোটরসাইকেল এসে ছিনিয়ে নেয় সৌমিলির সোনার কানের দুল। সৌমিলি চিৎকার করার সময় পালিয়ে যায় মোটরসাইকেল দুটি। সৌমিলির বাবা সমীরন বাগচী প্রাথমিক চিকিৎসার জন্য শান্তিপুর হাসপাতালে নিয়ে যান। এরপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা করেন।

সমীরন বাবু জানান, “ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য তিন চারজন মাস্টারমশায়ের কাছে নিয়ে আসা দিয়ে আসা অনেক সময় সম্ভব নয়! তা বলে ভর সন্ধ্যেবেলায়, এ ধরনের অরাজকতা যাতে বৃদ্ধি না পায়, সেই জন্যই অভিযোগপত্র দায়ের করেছি। মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেনা, এ কোন সমাজে বাস করছি আমরা? প্রশাসনের উপর ভরসা আছে, নিশ্চয়ই সুরাহা পাওয়া যবে।”