আজ তাঁহার জন্মদিন। ডানবাম সংস্কৃতি মহলে তাঁর শৈল্পিক ক্ষমতা, স্বীকৃতি দ্বিধাহীন।
নারীদের কাছে তিনি কি, কে জানে?
রাই কিশোরী শোনে বাঁশি বাজে নীপ বনে!

উত্তমকুমার
তমাল সাহা

‘অতি উত্তম’ শব্দবন্ধটি
শুনেছি বারবার।
উত্তমকুমার সে কে আবার!

যখন দেখি মেয়েদের
হার্টথ্রব– হৃৎকাঁপুনি
এই উত্তমকুমার, আপনি!

এতো অভিনয় ক্ষমতা
নিপুণ শৈলী,কতসব চরিত্র!
আমি ভিড়ে গেছি দলে
হয়ে গেছি আপনার মিত্র।

বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি
সত্যজিৎ স্পষ্ট বলেন, নায়ক।
আপনাকে হারানো, অব্যক্ত—
বেদনাদায়ক।

চলমান চিত্র– চলচ্চিত্র ঘুরতে থাকে
শূন্য হতে হতে মহাশূন্যের দিকে যায়।
জীবন তো অন্তিমে ধোঁয়া, কুণ্ডলী পাকায়।

যতক্ষণ বাঁচা– আনন্দদায়ক
এখনো তুমি চিরজীবী মহানায়ক।