অবতক খবর, শিলিগুড়ি: শিলিগুড়ির ডিওয়াইএফআই নেতারা শহর ছাড়া।উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র হয়েছিল শিলিগুড়ি।মিছিল থেকে ছোড়া ঢিলে আহত তিন পুলিশকর্মী। পুলিশের সাথে ধস্তাধস্তি ডিওয়াইএফআই এর।ব্যারিকেডের ধাক্কায় আহত পুলিশ কর্মী।
তিনবাত্তি মোড়ে ডিওয়াইএফআইয়ের আন্দোলনরত নেতাদের নামে অভিযোগ দায়ের। পুলিশের বিরুদ্ধেও মামলার হুঁশিয়ারি ডিওয়াইএফআই-এর। পুলিশ অকারণে লাঠি চালিয়েছে, মহিলা কর্মীদের মারধর করেছে অভিযোগ ডিওয়াইএফআই এর।
শহরের বেশ কয়েকজন বাম নেতার নামে অভিযোগ দায়ের।
শিলিগুড়ির পুলিশ কমিশনারের সাংবাদিক বৈঠকের পর গা ঢাকা দিয়েছেন বেশ কয়েকজন ডিওয়াইএফআই ও বাম নেতারা বলে খবর।ডিওয়াইএফআই নেতাদের গ্রেফতার করা হলে শিলিগুড়ি শহরে আগুন জ্বলবে, তীব্র আন্দোলন হবে, বলে জানালেন শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য।