অবতক খবর , শিলিগুড়ি : উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ কংগ্রেসের। আজ হাশমিচকে কংগ্রেসের জেলা কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। এরপর মিছিলটি হিলকার্ট রোড পরিক্রমা করে হাশমিচকে শেষ হয়। সেখানে কিছুক্ষণের জন্য পথ অবরোধও করা হয়। এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি তথা মাটিগাড়া-নকশালবাড়ি বিধায়ক শংকর মালাকার।
এদিন তিনি জানান, বিজেপিও একসময় বিরোধীতে ছিল। কিন্তু তাদের সঙ্গে কোনোদিন এমন ব্যবহার করা হয়নি। যোগী সরকার গতকাল রাহুল গান্ধীকে আটকে যেভাবে নিদর্শন দেখালেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। এর প্রতিবাদে আজকে বাংলা জুড়ে প্রতিবাদে নামা হয়েছে।অন্যদিকে কৃষি বিলের বিরোধীতায়ও আজকের এই বিক্ষোভ। এদিন মিছিল ও পথ অবরোধ শেষে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে কংগ্রেস নেতা কর্মীরা।