অবতক খবর , উত্তর দিনাজপুর :     ” মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে, তাদের পাশে নিয়ে তাদের সাথে নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে একটি একক দল হিসেবে ইতিহাস সৃষ্টি করবে তৃনমূল কংগ্রেস “। কিছু মানুষ মোহবিষ্ট হয়ে লোকসভা নির্বাচনে ভূল পথে চলে গিয়েছিলেন। তাঁরা তাদের ভূল বুঝতে পেরে আবারও তৃনমূল কংগ্রেসে ফিরে এসেছেন। আমরা তাদের সংগঠনে যুক্ত করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে শামিল করছি “। রায়গঞ্জ কর্নজোড়ায় সার্কিট হাউসে তৃনমূল কংগ্রেসের এস সি ও ওবিসি সেলের একটি সভায় যোগ দিতে এসে এমন কথাই জানালেন তৃনমূল কংগ্রেসের এস সি ও ওবিসি সেলের রাজ্য সভাপতি উজ্জ্বল প্রামানিক।

উত্তরবঙ্গের সাতটি জেলার এস সি ও বি সি শাখার জেলা সভাপতিদের নিয়ে শনিবার রায়গঞ্জ কর্নজোড়ায় সার্কিট হাউসে দলীয় বৈঠক করেন সেলের রাজ্য সভাপতি উজ্জ্বল প্রামানিক। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের এস সি ও ওবিসি সেলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি দিলীপ চন্দ্র দাস, মালদা জেলার সভাপতি অমল মন্ডল, দক্ষিন দিনাজপুর জেলার সভাপতি সত্যেন্দ্র নাথ রায় সহ কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার তৃণমূল এস সি ও ওবিসি শাখার সভাপতিরা।

উত্তরবঙ্গের প্রতিটি জেলার এস সি ও ওবিসি সম্প্রদায়ের মানুষ যাদের বিগত লোকসভা নির্বাচনে অর্থের প্রলোভন দেখিয়ে বা ভূল বুঝিয়ে তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল সেইসব মানুষদের আবারও দলে ফিরিয়ে আনা এবং তাঁদের সমাজের মূল স্রোতে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে এই দুই সম্প্রদায়ের মানুষকে দলে ফিরিয়ে এনে উন্নয়ন কর্মযজ্ঞে শামিল করতে আজ উত্তরবঙ্গের সাত জেলার এস সি ও ওবিসি শাখার জেলা সভাপতিদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন সংগঠনের রাজ্য সভাপতি উজ্জ্বল প্রামানিক। তিনি বলেন, লোকসভা নির্বাচনের সময় কিছু মানুষ ভূল করে অন্য দলে চলে গিয়েছিলেন, তাঁরা আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে একটি একক দল হিসেবে রাজ্যে ইতিহাস তৈরি করবে তৃণমূল কংগ্রেস, এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের এস সি ও ওবিসি সেলের রাজ্য সভাপতি উজ্জ্বল প্রামানিক।