অবতক খবর, শিলিগুড়িঃ জলপাইগুড়ি জেলা বেলাকোবা বনদফতর এবং উত্তরবঙ্গ বনদফতরের এর স্পেশাল টাস্কফোর্সের অভিযানে গ্রেফতার এক পাখি পাচারকারী, উদ্ধার প্রচুর পাখি। বেলাকোবা বনদফতরের রেঞ্জার তথা উত্তরবঙ্গ বনদফতরের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত জানিয়েছেন, নেপাল থেকে ওই পাখিগুলি নিয়ে আসা হয়েছিল।
শিলিগুড়ির কাছে গোরা মোড় এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ উকিল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে প্রচুর পাখি উদ্ধার হয়েছে । ধৃত অভিযুক্ত মোহাম্মদ উকিলকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।