অবতক খবর,৮ নভেম্বর,বিরাটী : মা জগদ্ধাত্রী জগতের ধাত্রী। মা জগতের ভালো করবেন। মা পালন কর্ত্রী। সমাজের সমস্ত প্রতিকূল অবস্থার সমাপ্তি ঘটিয়ে তিনি অনুকূল রাস্তা তৈরি করবেন। এটাই আমাদের মায়ের কাছে প্রার্থনা। জগদ্ধাত্রী পুজো এখন বাঙালি সমাজে একটি উৎসবে পরিণত হয়েছে, এ সময় অনেকেই নতুন বস্ত্র পরিধান করেন। উত্তর দমদম ছাড়াও দমদম উত্তরের বিভিন্ন জায়গায় এই পুজো পরিচালনায় বহর বেড়েছে।

বৃহস্পতিবার রাতে বিরাটী এম বি রোডে আমরা ক’জন ফাউন্ডেশন এর ২৪ তম বর্ষের শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন করে তাঁর শুভেচ্ছা ভাষণে কথা গুলি বলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মন্ত্রী বলেন জগদ্ধাত্রী পুজোর মহা ষষ্ঠীর সন্ধ্যায় সংস্থার সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। উপস্থিত ছিলেন উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, পুর পারিষদ সদস্য বিন্দুমাধব দাস, তাপস কর, বীনা ভৌমিক, পুজো কমিটির সম্পাদক সঞ্জীব হালদার সহ বিশিষ্ট জনেরা। এদিন এলাকায় দুঃস্থ মানুষের মধ‍্যে কম্বল ও মশারী বিলি করা হয়।