অবতক খবর,২ আগস্ট: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ বেসিক ট্রেনিং কলেজের মাঠে তৃণমূলের পক্ষ থেকে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল।
এই সভাতে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান ও ইসলামপুর বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।এই সভায় উপস্থিত ছিলেন ইসলামপুরের বিষয়ক আব্দুল করিম চৌধুরী সহ রাজ্য কমিটির সদশ্য জাবেদ আখতার, ইসলামপুর বিধানসভার কো-অর্ডিনেটর কামাল উদ্দিন,রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নেতা ইদ্রিস আলী সহ বিভিন্ন নেতাকর্মীরা। আজ কর্মীসভায় করিম চৌধুরির হাত ধরে রামগঞ্জ এর বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দান করেন।
করিম চৌধুরির বলেন, আজ ত্রিপুরাতে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপরে হামলার ঘটনা নিয়ে তীব্র নিন্দা করেন। আরো বলেন, মমতা ব্যানার্জির নতুন সরকার এবং সবাইকে স্বাগত জানাচ্ছি মমতা ব্যানার্জি বলেছে উন্নততর বাংলা গরবেন।
বিশিষ্ট নেতা তৃণমূলের রামগঞ্জের ইদ্রিস আলী বলেন, বিজেপি সহ কিছু মীরজাফর করিম সাহেবকে হারানোর জন্য লেগেছিল।কিন্তু তবুও পারেনি এবং বিপুল ভোটে করিম সাহেব আবার জিতেছে।